জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা ভাবা হচ্ছে: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। বিপিসি প্রতিদিন শত কোটি টাকা লোকসান করছে। এজন্য জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (১৪ই জুন) বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গ্রাহকরা কোন চাপে পড়ুক সরকার তা চায় না। যাতে সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়টি আগে দেখা হবে। আমরা এই সময়ে মূল্য সমন্বয় করবো কিনা, সেটা আগে ভাবতে হবে। এ নিয়ে কাজ করছে সরকার। আমরা চাই না গ্রাহকরা দুর্ভোগে পড়ুক।
প্রতিমন্ত্রী বলেন, পায়রাকে কেন্দ্র করে বিশাল কর্মযজ্ঞ চলছে। ওই অঞ্চলের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের জন্য সারাদেশে কানেকটিভিটি দরকার। সারাদেশে কানেকটিভিটি করতে কাজ করে যাচ্ছি। পদ্মা সেতু দিয়ে গ্যাস সঞ্চালন লাইন নেওয়া হয়েছে, অন্যদিকে ভোলার গ্যাস কিভাবে বরিশাল হয়ে খুলনা নেওয়া যায় সে লক্ষ্যে কাজ চলছে।
কর্মশালায় প্রতিমন্ত্রী বলেন, মান সম্মত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে প্রযুক্তির সন্বিবেশন বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখা হবে। বিদ্যুৎ উৎপাদনে নানারকম জ্বালানি ব্যবহৃত হচ্ছে। এর জন্য ফ্রিকোয়েন্সি উঠা নামা করতে পারে। মানসম্মত বিদ্যুতের জন্য গ্রীড স্ট্যাবিলিটি ও ফ্রিকোয়েন্সি স্ট্যাবিলিটি রাখা অপরিহার্য।
তিনি বলেন, আগামী দিনে পারমানবিক বিদ্যুৎ আসবে, নবায়ণযোগ্য জ্বালানির অংশ উত্তরোত্তর বাড়ছে। গ্রীডের ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন নিয়ন্ত্রণ করা অপরিহার্য।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর সাবেক সদস্য মো. আনোয়ারুল ইসলাম ও ইরানের আমিরকবির প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মেহেদি কারারি ।
বিপিএমআই-এর রেক্টর মো. মহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও বিপিএমআই-এর সদস্য মো. গোলাম রাব্বানী বক্তব্য রাখেন। এ সময় পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।