জ্বালানি তেলে বিক্রিতে ডিলারদের কমিশন বাড়ল
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেল সরবরাহকারী ডিলার বা এজেন্টদের কমিশন বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অকটেনে ৪ দশমিক ২৮ শতাংশ, পেট্রোলে ৪ দশমিক ৩৪ শতাংশ, কেরোসিনে ২ শতাংশ এবং ডিজেলে ২.৮৫ শতাংশ কমিশন বেড়েছে। এতে এখন থেকে প্রতি লিটার অকটেন বিক্রিতে পাম্প মালিকরা ৫ টাকা ৫৬ পয়সা, পেট্রোল বিক্রিতে ৫ টাকা ৪৩ পয়সা, কেরোসিনে ২ টাকা ১৮ পয়সা এবং ডিজেলে ৩ টাকা ১১ পয়সা কমিশন পাবে। যা আগে ছিল অকটেনে ৪ টাকা ৮২ পয়সা, পেট্রোলে ৪ টাকা ৬৮ পয়সা, কেরোসিনে ১ টাকা ৫৮ পয়সা এবং ডিজেলে ২ টাকা ৭৩ পয়সা। অর্থাৎ অকটেনে লিটারে ৭৪ পয়সা, পেট্রোলে ৭৫ পয়সা, কেরোসিনে ৬০ পয়সা এবং ডিজেলে ৩৮ পয়সা কমিশন বেড়েছে।
পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আরেক অংশের মহাসচিব মো. মিজানুর রহমান রতন নতুন কমিশনে খুশি। তিনি বলেন, সরকার আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করল। এতে খুশি হয়েছি।
জ্বালানি তেল বিক্রিতে সাড়ে সাত শতাংশ কমিশন বাড়ানোসহ তিন দফা দাবিতে ৩রা সেপ্টেম্বর জ্বালানি তেল উত্তোলন, বিতরণ ও পরিবহন বন্ধ করে দিয়েছিল জ্বালানি তেল ব্যবসায়ীরা। মন্ত্রণালয়ের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে তারা।