জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির একাংশ ধর্মঘট স্থগিত করেছে। রোববার রাতে বিপিসির সাথে বৈঠকের পর তারা এই সিদ্ধান্তের কথা জানায়।
৩০শে সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে। এরমধ্যে কমিশন বাড়ানোসহ অন্য দাবী না মানলে আবার ডিপো থেকে তেল তোলা এবং পরিবহন বন্ধ রাখার কর্মসূচি দেবে বলে জানিয়েছে।
ধর্মঘটের কারণে সকাল থেকেই বিভিন্ন পাম্পে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে গাড়ি মোটরসাইকেল চালকরা।
বিপিসি জানিয়েছে, মালিকদের বেশিরভাগ দাবি ইতিমধ্যে পূরণ হয়েছে। কমিশন নির্ধারণের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটি পর্যালোচনা করে কমিশন নতুন করে নির্ধারণ করবে।