জ্বালানি নিরাপত্তার ক্ষেত্র বাড়ানো হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সাশ্রয়ী হতে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্র বাড়ানো হবে। মহাপরিকল্পনায়ই শুধু না রেখে দক্ষ জ্বালানি ব্যবস্থা বাস্তবায়নের জন্য সময়োপযোগি কর্ম পরিকল্পনা নিয়ে এগুতে হবে।
আজ বুধবার টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য মো. তাজুল ইসলাম, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্রেডার সদস্য সিদ্দিক জোবায়ের।
প্রতিমন্ত্রী বলেন, প্রকৌশলী, রাজউক, ব্যবসায়ী বা বিজিএমইএ কে জ্বালানির সাশ্রয় ও দক্ষ ব্যবহার সম্পর্কে সচেতন করার উদ্যোগ স্রেডাকে নিতে হবে। ২০২০ সালের মধ্যে ১৫ ভাগ ও ২০৩০ সালের মধ্যে ২০ ভাগ জ্বালানি সাশ্রয়ের লক্ষ রয়েছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। টেকসই উন্নয়নের জন্য জ্বালানি সাশ্রয়কে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, জ্বালানি সাশ্রয় করতে পারলে উৎপাদন খরচও কম হবে। ২০২০ সালের মধ্যে ১৫ ভাগ জ্বালানি সাশ্রয় করা সম্ভব হলে প্রায় সাত হাজার ৪৮২ গিগাওয়াট-আওয়ার বিদ্যুৎ সাশ্রয় হবে।
সিদ্দিক জোবায়ের বলেন, শিল্পখাতে ৫৪ ভাগ জ্বালানি ব্যবহার হয়। সচেতনভাবে জ্বালানি ব্যবহার করলে এখান থেকে ৩১ ভাগ সাশ্রয় করা সম্ভব হবে।