জ্বালানি ভর্তুকি কমানোর পরামর্শ আইএমএফের
কৃষি খাতে ভর্তুকিমূল্যে সরবরাহ করা জ্বালানি তেলে বেশির ভাগ অপচয় হয় উল্লেখ করে আবারো জ্বালানিতে ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নাউকি শিনোহারা।দুদিনের ঢাকা সফরে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে গর্ভনরের সাথে আলাদা আলাদা বৈঠক করেছেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখার জন্য যে ভর্তুকি দিচ্ছে তার বেশির ভাগই অপব্যবহার হচ্ছে। এ কারণে খাতটিতে ভর্তুকির পরিমাণ কমিয়ে আনা উচিত।
আইএমএফের ডিএমডি দারিদ্র্যবিমোচনের জন্য বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুতের সুব্যবস্থা এবং কর্মসংস্থান বাড়াতে হবে বলে মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আইএমএফের কর্মকর্তা স্টিলা কায়েনডেরা, রডরিগো কিউবেরো এবং মারকাস রডলোভার উপস্থিত ছিলেন।