জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও : পুলিশের বাধা

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গণতান্ত্রিক বামমোর্চার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ও বামমোর্চার কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

জাতীয় প্রেস ক্লাবের পূর্বপাশের গেট দিয়ে রোববার দুপুরে জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করে বামমোর্চার শতাধিক কর্মী। এর আগে প্রেস ক্লাবের সামনের সড়কে সমাবেশও করে সংগঠনটি।

পুলিশ সচিবালয় সড়কে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে বামমোর্চার কর্মীদের থামিয়ে দিলে সেখানেই পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে কাঁটাতারের ব্যারিকেটের সামনেই সমাবেশ করে বামমোর্চা।

সমাবেশে বামমোর্চার সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এ সরকার অন্যায়ভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বিশ্বের সব দেশে যখন জ্বালানি তেলের মূল্য কমছে, সেখানে লুটপাটের রাস্তা প্রশস্ত করতেই সরকার গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে।

সাইফুল হক অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের মূল্য প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুমকি দেন বামমোর্চার এ সমন্বয়ক।

সমাবেশে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) মানস নন্দী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী, সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা হামিদুল হক, গণসংহতি আন্দোলনের ফিরোজ আহমেদ প্রমুখ।