জ্বালানি সচিব আবুবকর সিদ্দিক আর নেই
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবুবকর সিদ্দিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
তিনি বেশ কিছুদিন ক্যান্সারে ভুগছিলেন। কয়েকদিন আগে তার কার্ডিয়াক অ্যাটাক হয়েছিল।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
দুপুরে সচিবালয়ে জানাজা শেষে প্রধানমন্ত্রী তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।