জ্বালানি সচিব হলেন মাহবুব হোসেন
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নতুন সচিব হয়েছেন মো. মাহবুব হোসেন। এরআগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, উত্তর লন্ডন বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিভিন্ন ডিগ্রি নিয়েছেন।
মাহবুব হোসেন ১৪ই অক্টোবর ১৯৬৪ সালে বরিশাল জেলার মুলাদি উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মো. আব্দুল হাকিম খান ও মাতা বেগম মেহেরুন্নেসা।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। উত্তর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে এমবিএ ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে জেন্ডার স্ট্যাডিজে এমএ ডিগ্রি অর্জন করেন।
১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগ দেন। কর্ম জীবনে তিনি সরকারি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।