জয়পুরহাটে ৮শ’ পরিবারে বিদ্যুৎ সংযোগ

জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পাঁচটি গ্রামে আজ সোমবার সকালে ৮শ’ পরিবারে বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ দেয়া গ্রামগুলো হচ্ছে ওই উপজেলার নওগা, কাঁঠালী, লক্ষীকুল, শহরগাড়ী ও বিহিগ্রাম।
আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু। ২ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে প্রায় ১৩ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে ওই পাঁচটি গ্রামে ৮শ’ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
এ উপলক্ষে কাঁঠালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আব্দুর রউফ, উপ-মহাব্যবস্থাপক শফিউল আলম, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ প্রমুখ