টঙ্গীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, সরবরাহ বন্ধ
টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গ্যাস সংযোগ নেয়ার সময় তিতাস গ্যাসের প্রধান সরবরাহ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনার পর থেকে টঙ্গী এলাকার বাসা-বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।
রোববার দুপুরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথকে অবহিত না করে গাজীপুরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় গ্যাস সংযোগ দেয়ার সময় প্রধান লাইনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও প্রায় ৫শ’ মিটার পর্যন্ত প্রধান লাইন ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রধান লাইনের গ্যাস সংযোগ বন্ধ করে দেন। এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আশপাশে মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে দূরে থাকার অনুরোধ জানানো হয়।