টেংরাটিলা গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ডে ‘দায়মুক্তি’ চায় নাইকো: নসরুল হামিদ

কানাডার আদালতে নাইকো দুর্নীতি মামলায় জড়িত ব্যক্তিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে করা চুক্তির ব্যাপারটি তারা স্বীকার করেছেন। তৎকালীন জ্বালানিমন্ত্রী খন্দকার মোশাররফের ব্যাপারেও আদালতে তারা সাক্ষ্য দিয়েছেন বলেও জানান তিনি।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজারের ক্ষতিগ্রস্থ টেংরাটিলা গ্যাসফিল্ড পরিদর্শন করার সময় একথা বলেন তিনি।
দোয়ারাবাজারে পৌঁছে তিনি টেংরাটিলা গ্যাসফিল্ডের বিশেষজ্ঞদের ক্ষয়ক্ষতির জরিপ কার্যক্রম পরিদর্শন করেন এবং  স্থানীয় ক্ষতিগ্রস্থদের গণশুনানীতে অংশগ্রহণ করেন।

এস ময় দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতিক, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ নাইকো কোম্পানীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।