ডিজেল আমদানিতে শুল্ক কমল
নিজস্ব প্রতিবেদক:
ডিজেল আমদানিতে শুল্ক ১০ শতাংশের বদলে ৫ শতাংশ করা হয়েছে। একই সাথে আগাম কর তুলে দেয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবিষয়ে প্রজ্ঞাপন জারী করেছে। এই আদেশ ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
জ্বালানি তেল আমদানিতে বিভিন্নভাবে এখন ৩৪ শতাংশ শুল্ক কর ভ্যাট দেয়া লাগে।
শুল্ক কমানো এবং আগাম কর তুলে নেয়ার ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র লোকসান কিছুটা কমবে।
সম্প্রতি জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বাড়ানোর পর, বিশেষজ্ঞসহ বিভিন্ন সংগঠন শুল্ক ও কর কমানোর দাবি জানিয়ে আসছিল।