ডিপিডিসিতে ১৯ নির্বাহী প্রকৌশলী বদলী

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানিতে (ডিপিডিসি) এক সাথে ১৯জন নির্বাহী প্রকৌশলীকে বদলী করা হয়েছে। সোমবার ডিপিডিসি থেকে এই বদলী আদেশ দেয়া হয়।
ডিপিডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, সেবা বাড়ানো এবং কাজে গতি আনতে কর্মকর্তাদের বদলী করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদকে কোম্পানি সচিবালয় থেকে বদলী করা হয়েছে পোস্তগোলায়। মো. মহিউল আলমকে রমনা থেকে দেয়া হয়েছে আজিমপুরে, মো. জাহাঙ্গীর আলমকে কাকরাইল থেকে রাজারবাগে, মোহাম্মদ সাইফুল আমিনকে রাজারবাগ থেকে স্বামীবাগে, মোহাম্মদ কামরুজ্জামান শামীমকে মিটারিং সাউথ থেকে বাংলাবাজারে, হরিচাঁদ হালদারকে প্রকল্প পরিচালক (ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক অফ নর্থ এন্ড সাউথ জোন), শেখ মো. জিয়াউল হাসানকে প্রশিক্ষণ বিভাগ থেকে মতিঝিলে, অচ্যুত রঞ্জন রায়কে পোস্তগোলা থেকে স্টোর ম্যানেজমেন্ট, মো. হানিফ উদ্দিনকে আজিমপুর থেকে কাকরাইলে, মো. রুহুল আমিন ফকিরকে প্রকল্প পরিচালক থেকে ফতুল্লায়, প্রবীর চন্দ্র তালুকদারকে বাংলাবাজার থেকে রমনায় বদলী করা হয়েছে।

dpdc