ডিপিডিসি গ্রাহকদের জন্য গ্রামীণফোনের মিটার প্রি-পেইড রিচার্জ কেন্দ্র

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) গ্রাহকদের জন্য প্রিপেইড মিটার রিচার্জের কেন্দ্র চালু করেছে গ্রামীণফোন।

রোববার বিদ্যুৎ ভবনের ডিপিডিসি সভাকক্ষে উভয়ের মধ্যে এবিষয়ে চুক্তি হয়েছে।
এখন থেকে ডিপিডিসি গ্রাহকরা গ্রামীণফোন অনুমোদিত কেন্দ্র থেকে তাদের স্মার্টকার্ড রিচার্জ করতে পারবে।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস ও ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান; বিশেষ অতিথি ছিলেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন।
ডিপিডিসি’র সচিব জয়ন্ত কুমার সিকদার এবং গ্রামীণফোনের হেড অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রাশেদা সুলতানা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন।