ডিপিডিসি: ছাদে সৌর আলো

এবারের মেলায় ডিপিডিসি নিয়ে এসেছে রূফ টপ অন গ্রিড সোলার

সিস্টেম, স্মার্ট কনপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম, মোবাইল এ্যাপসের মাধ্যমে

গ্রাহক সেবা, প্রি-পেইড মিটারিং সিস্টেম। এরমধ্যে বাড়ির ছাদে সৌর

বিদ্যুৎ ও প্রি-পেইড মিটারের বিষয়ে গ্রাহকদের আগ্রহ বেশি।

ডিপিডিসি রাজধানীর ছাদগুলো ব্যবহার করে সৌর বিদ্যুৎ স্থাপনের বিষয়ে

গ্রাহকদের উৎসাহিত করতেই এই প্রযুক্তি নিয়ে এসেছে। অন্যদিকে মেলায়

তাৎক্ষণিকভাবে মিটার কিনলে গ্রাহকদের জন্য রাখা হয়েছে পুরস্কারও।

এ বিষয়ে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল

হাসান (অব) বলেন, আমাদের লক্ষ্য গ্রাহক সেবার মান বাড়ানো। বর্তমানে

ডিপিডিসির যে অবকাঠামো আছে তাতে গ্রাহকদের কোনো সমস্যা

হচ্ছে না। তারপরও প্রতিদিনই নতুন সংযোগ দেয়া হচ্ছে। বাড়ছে বিদ্যুতের

চাহিদাও। সবমিলিয়ে ডিপিডিসির দক্ষতা বাড়ানোর কাজ উদ্যোগ নেয়া

হয়েছে।