ডিপিডিসি মিটার রিডারের মৃত্যু
রাজধানীর খিলগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসির) মিটার রিডার মো. শরিফুল ইসলাম নিহত হয়েছেন। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে মটরসাইকেলে যাওয়ার সময়ে একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিজেই রাস্তার ওপর পড়ে যান। এতে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩ টার দিকে কর্তব্যরত চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন। নিহত মো. শরিফুল ইসলাম ভোলা জেলার ইলশা এলাকার মোফাজ্জেল হোসেন চেয়ারম্যানের ছেলে।