ডিসেম্বর মাসে প্রায় ৬৭ হাজার চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

একটি শিল্প, চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ৭৫ দশমিক ২৯ কিলোমিটার অবৈধ
গ্যাস পাইপলাইনসহ ৬৬ হাজার ৯০৪টি অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস
গ্যাস কোম্পানি।
তিতাস জানায়, গত ডিসেম্বর মাসের অবৈধ গ্যাস সংযোগ
বিচ্ছিন্নকরণ অভিযানের অংশ হিসেবে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নির্বাহী
ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।
গত ২৯ ডিসেম্বর গাজীপুরের হোতাপাড়া বাসস্ট্যাণ্ডের আশেপাশের এলাকায়
মোহাম্মদী রেস্তোরা, কুমিল্লা মায়ের দোয়া হোটেল, কালাম মিয়া হোটেল ও
যমুনা বেকারীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মোবাইল কোর্ট
তাত্ক্ষণিকভাবে মোহাম্মদী হোটেলকে ১ লাখ টাকা এবং কালাম মিয়া হোটেলকে ২০
হাজার টাকা জরিমানা করে। ২০ ডিসেম্বর ফতুল্লা এলাকায় মেসার্স তানিয়া
টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের প্রায় এক কোটি টাকা গ্যাস বিল বকেয়া থাকার
কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাছাড়া আরএমএস-এ অবৈধ হস্তক্ষেপের
জন্য জরিমানা এবং অতিরিক্ত বিল হিসেবে ৭৩ দশমিক ৫৭ লাখ টাকা ধরা হয়।
জানা যায়, ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত
মোট ৩৮৯টি অভিযানের মাধ্যমে প্রায় ৮৯৫ দশমিক ২৯ কিলোমিটার অবৈধ গ্যাস
পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।