ডেসকোর ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
শনিবার রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পিএসসি কনভেনশন হলে ডেসকোর বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয় হয়।
সাধারন সভায় সভাপতিত্ব ও কার্যক্রম পরিচালনা করেন ডেসকোর বোর্ড চেয়ারম্যান বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব উল আলম এনডিসি।
সভায় সমাপ্ত বছরের কার্যক্রম, কোম্পানীর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জে. (অব.)শহীদ সারওয়ার এনডিসি. পিএসসিসহ বোর্ডের পরিচালক,, নির্বাহি পরিচালক এবং কোম্পানি সচিবসহ শেয়ারহোল্ডাররা অংশ নেন। সভায় শেয়ার হোল্ডারদের জন্য ১০ টাকা মূল্যমানের প্রতিটি শেয়ারের বিপরীতে ১০ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
ডেসকোর ওপর আস্থা রেখে বিনিয়োগ করার জন্য শেয়ার হোল্ডারদের ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান বলেন, আগামী বছরগুলোতে ডেসকাে তার সাফল্য ধরে রাখার চেষ্টা অব্যহত রাখবে।
আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দেয়।
২০০৬ সালে ডেসকো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।