ডেসকোর গণশুনানী অনুষ্ঠিত

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকো) গণশুনানী ও মতবিনিময় করেছে।
রোববার মিরপুর পল্লবী সিটি ক্লাব মাঠে এই গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহিদ সারোয়ার পিএসসি।
মতবিনিময় ও গণশুনানীতে এনবিআর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, বি আই এস এফ এর ব্যবস্থাপনা পরিচালক মমতাজ উদ্দিন, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড সাবেক চেয়ারম্যান  এইচ এম রাশেদুল ইসলাম,  যুগ্ম কমিশনার ট্যাক্সেস নজরুল ইসলাম সহ প্রায় পাঁচশ জন গ্রাহক শুনানীতে তাদের মতামত উপস্থাপন করেন। এছাড়া মিরপুর অঞ্চলের  সরকারী, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
গ্রাহকরা তাদের বিভিন্ন সমস্যা সরাসরি ডেসকোর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।