ড. আহমদ কায়কাউস বিদ্যুৎ বিভাগের নতুন সচিব

ড. আহমদ কায়কাউসকে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। তিনি বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন।
বৃহষ্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি বিসিএস (প্রশাসন) ৮৪ ব্যাচের কর্মকর্তা
এছাড়া টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল ইসলাম সিকদারকে ভারপ্রাপ্ত সচিব করে বিদ্যুৎ উন্নয়ন গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে। একই সঙ্গে পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদকে করা হযেছে বন ও পরিবেশ মন্তণাালয়ের সচিব।

একই আদেশে স্বরাস্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) চেয়ারম্যা্ন করা হয়েছে।