ড. মঞ্জুরুল হক পরমাণু শক্তি কমিশনের নতুন চেয়ারম্যান
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) সদস্য (প্রকৌশল) প্রকৌশলী ড. মো. মঞ্জুরুল হক বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন।
প্রকৌশলী ড. মো. মঞ্জুরুল হক ১৯৫৮ সালের ১ সেপ্টেম্বর নীলফামারী জেলার সৈয়দপুরে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে স্নাতক ডিগ্রি লাভের পর ১৯৮১ সালের ১৩ আগস্ট সহকারী প্রকৌশলী হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগ দেন। ১৯৮৬ সালে ঊর্ধ্বতন প্রকৌশলী, ১৯৯৫ সালে মুখ্য প্রকৌশলী এবং ২০০৫ সালে প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি লাভ করেন। কমিশনে যোগ দেয়ার পর থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি সাভারের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে দেশের প্রথম গবেষণা রিঅ্যাক্টর স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তিনি রিঅ্যাক্টর ফিজিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।