ঢাকার কিছু এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ থাকবে না
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আজ থেকে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উপকেন্দ্র ও বিতরণ লাইন সংস্কার করার জন্য এই সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। ১৬ই নভেম্বর শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত। ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো) এলাকায় এই কার্যক্রম চরবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।
আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার সিভিল এভিয়েশন সুইচিং ও দক্ষিণখান ৩৩/১১কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকার গ্রাহকরা বিদ্যুৎ পাবেন না বলে জানিয়েছে ডেসকো।
এছাড়া ১৯শে নভেম্বর মিরপুর, উত্তরা, ২১ তারিখ জোয়ারসাহারা, নিকেতন, ২২ তারিখ উত্তরা ১৩ ও ১৪ নম্বর সেক্টর, ২৫ তারিখ শের ই বাংলা স্টেডিয়াম, ২৬ তারিখ বিশ্ব ইজতেমা মাঠ, ২৭ তারিখ কল্যাণপুর, ২৮ তারিখ নিকুঞ্জ, ২৯ তারিখ উত্তরা ৪ ও ৬ নম্বর সেক্টর এবং ৩০শে নভেম্বর বাননী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বন্ধ রাখার ছক নিজে দেয়া হলো।