ঢাকায় আন্তর্জাতিক বিদ্যুৎ ও সৌর মেলার উদ্বোধন
ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটিতে শুরু হয়েছে আন্তর্জাতিক বিদ্যুৎ ও সৌর মেলা। বাংলাদেশ সহ চীন, ভারত, জাপান, কোরিয়া, মালয়শিয়া, সিঙ্গাপুর, স্পেন, সুইজারল্যান্ড ও আমেরিকাসহ ১১টি দেশ থেকে বিভিন্ন কোম্পানি মেলায় অংশ নিচ্ছে। প্রদশর্নীর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এডওয়ার্ড ডি লেইগলেসিয়া ডেল রোসাল, এফবিসিসিআই এর প্রথম ভাইস প্রেসিডেন্ট সাফিউল ইসলাম এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার এ টি্ এম জাহিরুল ইসলাম মজুমদার।
সেমস গ্লোবাল-কনফারেন্স এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লি. (ইউএসএ) এবং সেমস বাংলাদেশ এই মেলার আয়োজন করেছে।
বিশ্বের বিভিন্ন দেশের দর্শক মেলায় আসছে। মেলায় প্রদর্শনীর পাশাপাশি বিদেশী দর্শকরা বাংলাদেশে বিনিয়োগের পরিবেশও পর্যবেক্ষণ করছেন।
তিনদিনের আন্তর্জাতিক এই মেলায় বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, সৌর বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি খাতের নির্মান সামগ্রী, বৈদ্যুতিক যন্ত্র ও যন্ত্রাংশ এবং আবাসন শিল্পের নানা পণ্য প্রদর্শন করা হচ্ছে।
এখানে ‘১৫তম পাওয়ার বাংলাদেশ ২০১৫’, ‘১০ম সোলার বাংলাদেশ ২০১৫’, ‘১৮তম কন-এক্সপো বাংলাদেশ ২০১৫’ এবং ‘১৬তম রিয়েল এস্টেট বাংলাদেশ ২০১৫’ নামে ৪টি প্রদর্শনী একসাথে হচ্ছে। দুইটি আলাদা হলে আলাদা আলাদাভাবে এই মেলা চলছে।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী চলবে। দর্শনার্থীরা প্রদর্শনীস্থলে রেজিস্ট্রেশনের মাধ্যমে দেখতে পারবেন।
প্রদশর্নী ছাড়াও ‘পাওয়ার ও এনার্জি ফোরাম বাংলাদেশ ২০১৫’ আয়োজন করা হয়েছে। ৫ই ডিসেম্বর সকাল ১১ টায় এই ফোরামের আলোচনা অনুষ্ঠিত হবে। সেমল বাংলাদেশ ও এনার্জি বাংলা যৌথভাবে এই আলোচনার আয়োজন করেছে। আলোচনার বিষয়- ‘প্রাথমিক জ্বালানী ও বিদ্যুৎ: পথনির্দেশনা চায় উদ্যোক্তা’। এই অনুষ্ঠানের উদ্বােধন করবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইজাজ হোসেন।