ঢাকায় মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ঢাকায় ১০৩ মিলিমিটার, এরমধ্যে রাতেই বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার।
বৃহস্পতিবারও বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার বিকাল থেকে বৃষ্টির প্রবণতা কমবে।
চলতি মৌসুমে রাজধানীতে দুই দফা ভারি বর্ষণ হল। বর্ষা শুরু হওয়ার আগে গত ১২ জুন নিম্নচাপের প্রভাবে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টি হয়।