তমা ট্যাক্সি ক্যাবকে তেল দেবে পদ্মা ওয়েল
তমা ট্যাক্সি ক্যাবের জন্য জ্বালানি তেল সরবরাহ করবে পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড (পিওএলসি)।
রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে এ বিষয়ে একটি চুক্তি সই করে পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড এবং তমা গ্রুপ। পিওএলসি সরকারি তেল ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগি কোম্পানি।
চুক্তির আওতায় তমা গ্রুপকে ফ্রান্সের টোটাল ব্র্যান্ডের জ্বালানি তেল (ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, ব্রেক অয়েল, পাওয়ার স্টিয়ারিং অয়েল ইত্যাদি) সরবরাহ করবে পদ্মা। বিপণনের সুবিধার্থে পিওএলসি’র সাথে চুক্তিবদ্ধ রয়েছে বাংলাদেশে টোটাল ব্রান্ডের জাতীয় পরিবেশক ট্রেড সার্ভিসেস ইন্টারন্যাশনাল।
পিওসিএল’র মহাব্যবস্থাপক (মার্কেটিং) কফিলউদ্দিন মাহমুদ চৌধুরী ও তমা গ্রুপের পরিচালক (মেকানিক্যাল) ইমরুল কায়েস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
পিওসিএল’র ব্যবস্থাপনা পরিচালক খায়ের বলেন, দেশের তমা গ্রুপের ট্যাক্সি ক্যাবগুলোর নির্বিঘ্নে সেবা নিশ্চিত করতে এই চুক্তি সহায়ক হবে।