তাইওয়ানে ৫ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টা ১৮ মিনিটে দেশটির তাইতুয়ং শহরে ভূমিকম্পটি আঘাত হানে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি দেশটিতে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ১৭তলা একটি ভবনসহ বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। এতে ভবনটির নিচে বহু মানুষ চাপা পড়ে।

ওই ঘটনায় ভবনটির ধ্বংসস্তূপ থেকে ১১৪ জনের মরদেহ উদ্ধার হয়।