তিতাসের নতুন গ্যাস কূপ খনন শুরু
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ক্ষেত্রের ২৫ নম্বর কূপের খনন শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বুধল গ্রামে আনুষ্ঠানিক ভাবে এ খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) জামিল আহমেদ আলিম।
বাংলাদেশ গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান জানান, কূপটি খনন কাজের দায়িত্বে রয়েছে চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান ‘সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশন লিমিটেড’।
গ্যাসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০১২ সালে বুধল এলাকার তিতাস গ্যাস ফিল্ডে ৩৩৫ বর্গ কিলোমিটার এলাকায় জরিপ শেষ করা হয়। ওই সময়ই এ অঞ্চলে চারটি কূপ খননে সিদ্ধান্ত নেয়া হয়। এরই প্রেক্ষিতে ২৫ নম্বর কূপের খনন কাজের উদ্ধোধন হল। পর্যায় ক্রমে ২৩, ২৪ ও ২৬ নম্বর কূপ খনন করা হবে।
আগামী তিন মাসের মধ্যে কূপটি খনন কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।
উদ্ধোধনে ২৫ নম্বর কূপের প্রকল্প পরিচালক আলী মুরতেজারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড তিতাস গ্যাস ক্ষেত্রে প্রতিদিন ৮৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করচে। যা দেশের মোট গ্যাস উৎপাদনের ৩১ ভাগ। নতুন এ কূপটি থেকে উৎপাদিত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলে এর উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৮৪৫ মিলিয়ন ঘনফুটে।