তিতাসের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি’র চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার কমিশন মামলার অনুমোদন দেয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, শিগগিরই মামলা করবেন অনুসন্ধান কর্মকর্তা। যাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাঁরা হলেন তিতাসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মীর মশিউর রহমান, গাজীপুর অঞ্চলের সাবেক ব্যবস্থাপক (বর্তমানে ব্যবস্থাপক, পাইপলাইন ডিজাইন বিভাগ) প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী, ছাব্বেরের স্ত্রী রুমানা রিসাত জামান ও ঠিকাদারি প্রতিষ্ঠান এসবি কনস্ট্রাকশনের মালিক মো. সাইফুল ইসলাম।
দুদকের অনুসন্ধান দলে ছিলেন উপপরিচালক মো. মনজুর আলম ও উপসহকারী পরিচালক মো. শাজাহান মিরাজ।
দুদক জানিয়েছে, অনুসন্ধানে দেখা যায়, গাজীপুর জেলায় শিল্প ও ক্যাপটিভ সংযোগ পাওয়া কয়েক প্রতিষ্ঠানে অনুমোদনের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করছে। আবার অনেক শিল্পপ্রতিষ্ঠান অনুমোদিত পরিমাণের চেয়ে কম গ্যাস ব্যবহার করছে। ‘গ্যাস বিপণন নিয়মাবলি ২০১৪’ অনুযায়ী শিল্পপ্রতিষ্ঠানে অনুমোদিত লোড বা পরিমাণের চেয়ে বেশি গ্যাস ব্যবহার বা অনুমোদিত সরঞ্জামের অতিরিক্ত সরঞ্জাম ব্যবহার করার নিয়ম নেই। অনুমোদনের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
দুদক জানিয়েছে, অভিযুক্তরা ৪০ কোটি ৩৬ হাজার ৫৮৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করে অবৈধভাবে ওই অর্থ অর্জন করেছেন। পরে অবৈধভাবে অর্জিত অর্থের স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন বা ছদ্মাবৃত্ত করার কাজ করেছেন। তাই তাঁদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ প্রমাণিত হয়েছে। সে কারণে তাঁদের বিরুদ্ধে মামলা অনুমোদন করা হয়েছে।