তিতাস ও বাখরাবাদের উন্নয়নে ১৬৭ মিলিয়ন ডলার দেবে এডিবি
তিতাস গ্যাস ও বাখরাবাদের উন্নয়নে ১৬৭ মিলিয়ন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যংক (এডিবি)। তিতাস গ্যাসক্ষেত্রের গ্যাসের চাপ বাড়াতে ৭টি বিশেষ কম্প্রেসার বসানোর পরিকল্পনা করেছে সরকার। এছাড়া চট্টগ্রাম থেকে বাখরাবাদ পর্যন্ত নতুন ১৮১ কিলোমিটার পাইপলাইন বসানো হবে।এই প্রকল্প বাস্তবাযন করতে মোট ৪৫৩ মিলিয়ন ডলার ব্যয় হবে। এর মধ্যে বাংলাদেশ সরকার এই কাজের জন্য ২২৬ মিলিয়ন ডলার দেবে। বাকিটাকা এডিবি মোট তিন কিস্তিতে বাংলাদেশকে দেবে। এডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়
এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে একটি যৌথ অর্থায়ন প্রকল্পের আওতায় দ্বিতীয়বারের মতো এই ঋণ পাচ্ছে বাংলাদেশ। এডিবির দক্ষিণ এশিয়া অংশের অর্থনৈতিক বিশেজ্ঞ হোংগেই ঝ্যাং আশা প্রকাশ করেন, এই অর্থ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানির সংকট নিরসনে কাজে আসবে।