তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে বদলী

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলামকে বদলী করা হয়েছে। তাকে মধ্যপাড়া কঠিন শিলার ব্যবস্থাপনা পরিচাক করা হয়েছে।
রোববার রাতে পেট্রোবাংলা তাকে বদলী করে।
রাজধানীর বনানীতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় একটি বাড়ি বিধ্বস্ত হয়। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে তাঁকে বদলী করা হয়েছে বলে সংশ্লিষ্ঠরা জানিয়েছেন।
তিতাস গ্যাসের পরিচালক মীর মশিউর রহমানকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বনানী ২৩ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বাসিন্দাদের অভিযোগ, তিতাস গ্যাসের পাইপলাইনের ফুটো থেকে গ্যাস ঢুকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাসের লাইনে ফুটো থাকা এবং সেখান থেকে গ্যাস বের হওয়ার কথা তিতাস কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেয়ার জন্য তিন দফা অভিযোগ জানানো হয়। কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এজন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দায়ী করেছে। ভবনটির এক মালিকের কাছ থেকে এ ব্যাপারে অভিযোগ পাওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেয়ায় ইতিমধ্যে তিতাসের এক কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।