তিতাস গ্যাসে প্রতি শেয়ারে ২০ শতাংশ লাভ ঘোষনা

তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড ২০১৫-১৬ অর্থবছরে ২০ শতাংশ হারে নগদ লাভ ঘোষনা করেছে। প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে এই লাভ ঘোষনা করা হয়েছে।
আজ সোমবার রাজধানির অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভায় এই লাভ ঘোষণা করা হয়।
প্রতিটি ১০টাকা মূল্যমানের  শেয়ারের বিপরীতে  লাভ দাঁড়িয়েছে ৭ টাকা ৩৭ পয়সা । এই অর্থবছরে কোম্পানি বিভিন্ন খাতে রাষ্ট্রীয় কোষাগারে ৪৮৩ কোটি ৬০ লাখ টাকা জমা দিয়েছে।
২০১৫-১৬ অর্থবছরে কোম্পানি ১৬,৫৮৩ দশমিক ৩৩ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করেছে। এ থেকে আয় হয়েছে ১১ হাজার ৩১৭ কোটি ১০ লাখ টাকা। যা গত অর্থবছরের তুলনায় ৩৮ দশমিক ৬৮ শতাংশ বেশি।  এই সময়ে কোম্পানি কর দেয়ার আগে ৯৭০ কোটি দুই লাখ এবং কর দেয়ার পর ৭২৯ কোটি ৩৯ লাখ টাকা মুনাফা করেছে। এই মুনাফার বিপরীতে নতুন লাভ ঘোষনা করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও তিতাস বোর্ডের চেয়ারম্যান নাজিমউদ্দিন চৌধুরী বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির পরিচালক পরিবেশ সচিব (পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান) ইশতিয়াক আহমেদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মীর মসিউর রহমানসহ পরিচালকমণ্ডলীর সদস্য ও শেয়ারহোল্ডারা উপস্থিত ছিলেন।