তিতাস গ্যাসে শেয়ার প্রতি ১৫ শতাংশ লাভ

তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড প্রতি শেয়ারে ১৫ শতাংশ হারে লাভ দিয়েছে। প্রতি ১০ টাকার শেয়ারে লাভ হয়েছে আট টাকা ৯৮ পয়সা। ২০১৪-১৫ অর্থ বছরের জন্য এই লাভ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাজধানির অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ও জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরী। পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ, কোম্পানির ব্যবস্থাপনা পারিচালক প্রকৌশলী নওশদ ইসলামসহ অন্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা এসময় উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ২০১৪-১৫ অর্থবছরে কোম্পানি ১৫ হাজার ৪১৬ দশমিক ৮৭ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে আট হাজার ১৬০ কোটি ৬২ লাখ টাকা রাজস্ব আয় করেছে। যা গত অর্থবছরের তুলনায় চার দশমিক ৯৮ শতাংশ বেশী। আলোচ্য অর্থবছরে কোম্পানি করপূর্ব ও করোত্তর নীট মুনাফা  করেছে যথাক্রমে এক হাজার ২১০ কোটি ১৩ লাখ ও ৮৮৮ কোটি ৬১ লাখ টাকা। এই মুনাফার বিপরীতে কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় ২০১৪-১৫ অর্থবছরের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুমোদন করা হয় । প্রতি ১০ টাকা মূল্যমানের  শেয়ারের বিপরীতে আয় (ইপিএস) দাঁড়িয়েছে আট টাকা ৯৮ পয়সা। ২০১৪-১৫ অর্থবছরে কোম্পানি বিভিন্ন খাতে রাষ্ট্রীয় কোষাগারে ৬৫৭ কোটি ২৬ লাখ টাকা জমা দিয়েছে। যা গত অর্থবছরে ছিল ৬১৫ কোটি ৪১ লাখ টাকা। গত বছর থেকে এ বছর রাষ্ট্রীয় কোষাগারে জমা বেশি হয়েছে ৪১ কোটি ৮৫ লাখ টাকা।