তিনশত অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাশড় এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নিন্মমানের পাইপ দিয়ে অবৈধভাবে বিতরণ লাইন এবং সার্ভিস লাইন নির্মাণ করে এইসব বাড়িতে নিজেরাই গ্যাস সংযোগ নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই অবৈধ লাইন তুলে ফেলা হয়।
উক্ত অভিযানে অবৈধভাবে স্থাপিত বিতরণ পাইপলাইনের সংযোগস্থল থেকে এক থেকে দুই ইঞ্চি এবং তিন/চার ইঞ্চি ব্যাসের দুই হাজার ফুট পাইপ অপসারণ করা হয়। এতে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে পাইপলাইন তুলে ফেলা হয়েছে। এই পাঁচ কিলোমিটারে ৩০০ গ্রাহক ছিল।
অভিযান চালানোর সময় হাবিবুর রহমান নামে একজন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে গ্রেফতার করে ভালুকা মডেল থানায় সোপর্দ করা হয়।