তিন মাসের মধ্যে ছিটমহল এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়ার নির্দেশ

বাংলাদেশের মানচিত্রে সদ্য যোগ হওয়া এলাকার জীবনমান উন্নয়নে উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একইসঙ্গে তিনি আগামী তিন মাসের মধ্যে ছিটমহল থেকে বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হওয়া এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলনে কক্ষে একনেকের সভায় তিনি এ নির্দেশ দেন।

এর আগে তিন হাজার ৩৬৮ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয় একনেক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সংযোগের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত সোলার সিস্টেমের ব্যবস্থা করে সাময়িকভাবে সেখানে বিদ্যুৎ চাহিদা পূরণেরও নির্দেশনা দেন সরকার প্রধান।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ায় উল্লাস করেছে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া সাবেক ছিটমহলবাসী। তারা এখন আমাদেরই অংশ। তাদের তিন মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী আমরা এখন কাজ করবো।