তুরাগ ও বালু নদীতে সীমানা পিলার স্থাপনের নির্দেশ

রাজধানীর ঢাকার পাশে অবস্থিত তুরাগ ও বালু নদীর সীমানা নির্ধারণ করতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একই সঙ্গে এই সময়ের মধ্যে নদীর সীমানা পিলার স্থাপনের কাজ শুরু করারও নির্দেশ দেয়া হয়েছে।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদেশ পাওয়ায় ১৪ দিনের মধ্যে বিবাদী পরিকল্পনা সচিব, পরিবেশ সচিব, অর্থ সচিব, নৌ-পরিবহন সচিব, যোগাযোগ সচিব, পানি সচিব, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, ভূমি জরিপ অধিদফতরের মহাপরিচালক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এবং ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

এছাড়া টঙ্গীর কামারপাড়া এলাকায় তুরাগ নদী ভরাট, স্থাপনা নির্মাণের বিষয়ে অপর একটি আবেদনে আদেশ দেয় আদালত। আদেশে ওই এলাকার সব নির্মাণ কাজ বন্ধ, স্থাপনা ও বালু অপসারণের নির্দেশ দেয়া হয়।

পরিবেশ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ অন্য বিবাদীদের সাত দিনের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।