তৃতীয় প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎ ইউনিট চালু করলো রাশিয়া
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ‘রেফারেন্স প্রজেক্ট’ হিসেবে বিবেচিত নভোভারেনেঝ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ৬ষ্ঠ ইউনিটটি সফলভাবে রাশিয়ার জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এটিই হচ্ছে বিশ্বের প্রথম তৃতীয় প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎ ইউনিট।
১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভিভিইআর ১ হাজার ২০০ রিঅ্যাক্টর নির্ভর ইউনিটটি পরীক্ষামূলকভাবে ৫ আগস্ট গ্রিডে যুক্ত হওয়ার পর প্রথম দফায় ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে।
গ্রিডে যুক্ত হওয়ার আগে ইউনিটটিতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ভবিষ্যতে যাতে ইউনিটটি নির্ভরযোগ্য ও নিরাপদভাবে কাজ করে তার জন্য এসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রােসাটমের অঙ্গপ্রতিষ্ঠান এনআইএইপির প্রেসিডেন্ট ভ্যালেরি লিমারেনকা এ প্রসঙ্গে বলেন, রোসাটম বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সরবরাহকারী প্রতিষ্ঠান। আজকে আমাদের অবস্থান আরো সুদৃঢ় হয়েছে। এর মাধ্যমে বিশ্ব বাজারে রোসাটমের অবস্থান আরো উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে।
তৃতীয় প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিশেষ কিছু উন্নত ব্যবস্থা সংযুক্ত হয়েছে। এই প্রজন্মের প্রকল্পগুলো আন্তর্জাতিক পারমাণবিক শক্তি এজেন্সি (আইএইএ) কর্তৃক নির্ধারিত ফুকুসীমা পরবর্তী চাহিদার সঙ্গে সংহতিপূর্ণ। এগুলোতে সক্রিয় ব্যবস্থার পাশাপাশি অনেকগুলো নিষ্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থা সংযোজিত হয়েছে। এর ফলে জরুরি অবস্থাকালে মানুষের সাহায্য ছাড়াই নিরাপত্তা ব্যবস্থার কাজ করতে সক্ষম। নভোভারনেঝ প্রকল্পের ৬ষ্ঠ ইউনিটটিতে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে রয়েছে নিষ্ক্রিয় তাপ অপসারণ ব্যবস্থা, হাইড্রোজেন রিকমবাইনার এবং কোর ক্যাচার।
বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সে তৃতীয় প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎ ইউনিট স্থাপনের কাজ চলছে। তবে রাশিয়ার নভোভারনেঝ প্রকল্পের ৬ষ্ঠ ইউনিটটি হচ্ছে প্রথম যেটি থেকে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হলো।