জ্বালানি তেলের দাম আপাতত কমানো হবে না – প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি তেলের দাম আপাতত কমানো হবে না। জ্বালানি তেলের দাম কমালে সাধারণ মানুষ সুবিধা পাবে না। পরিবহন ভাড়া কমানো যাবে না।
শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর বিসিক শিল্পনগরী এলাকায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর উদ্যোগে স্থাপিত ইজিবাইকে ব্যাটারি চার্জ সৌরস্টেশন ও কেরানীগঞ্জ উপজেলার ১০ হাজার পরিবারের নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. রবিউল হোসেন। অন্যদের মধ্যে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহম্মেদ শাহিন বক্তব্য দেন ।