রিফাইনারি’র তেলের দাম কমানোর বিরুদ্ধে রিট

দেশীয় রিফাইনারির কাছ থেকে কেনা জ্বালানি তেলের দাম কমিয়ে দেয়ার বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছে বেসরকারি তেল পরিশোধন কোম্পানি পেট্রোম্যাক্স রিফাইনারি কোম্পানি লিমিটেড।
৮ই মার্চ জ্বালানি বিভাগ রিফাইনারির কাছ থেকে যে জ্বালানি বিপিসি কেনে তার দাম প্রতি লিটার গড়ে দাম ৮ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। তা কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ করা হয় নভেম্বর থেকে। হাইকোর্ট নভেম্বর মাস থেকে দাম কার্যকরণ সংক্রান্ত এ গেজেটটি কেন বাতিল করা হবে না এমর্মে সরকারের বিরুদ্ধে রুল জারি করেছে। একই সঙ্গে গেজেটে ২০১৪ সালের নভেম্বর মাস থেকে দাম কার্যকরের নির্দেশনাটি স্থগিত করে দেয়।
তবে গেজেট প্রকাশের তারিখ থেকে দাম কমার সরকারি নির্দেশ কার্যকর থাকবে। গত সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।
এদিকে মামলা দায়েরের পাশাপাশি দেশীয় ১১টি রিফাইনারি কোম্পানি দাম কমানোর গেজেটটি পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে।
আবেদনে তারা বলেছেন, এটি বাস্তবায়ন হলে কোম্পানী গুলো বন্ধ হয়ে যাবে। এতে কমপক্ষে ১০হাজার লোক বেকার হয়ে যাবে।