তেলের দাম কমেছে ৬ শতাংশ

গত এক সপ্তাহে তেলের দাম কমেছে প্রায় ছয় শতাংশ। শনিবার মার্কেটওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কের মার্কেন্টাইল এক্সচেঞ্জে এদিন ডিসেম্বরের জন্য খালাশ হতে যাওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক দশমিক সাত শতাংশ কমে ব্যারেলপ্রতি বিক্রি হয় ৪৪ ডলার ৬০ সেন্টে। একই মাসে খালাশ হতে যাওয়া অপরিশোধিত উন্নত মানের জ্বালানির দাম ব্যারেলপ্রতি ০ দশমিক ২ শতাংশ কমে বিক্রি হয়েছে ৪৭ ডলার ৯৯ সেন্টে, যা গত এক সপ্তাহের মধ্যে ৪ দশমিক ৮ শতাংশ কম।
গত বছরের জুনেও ব্যারেলপ্রতি জালানি তেল বিক্রি হয়েছে ১০৭ ডলার। চলতি বছরের জানুয়ারিতে তা এসে দাঁড়ায় ৪৬ ডলার।