তেল চুরি বন্ধে নিরীক্ষা শুরু : নসরুল হামিদ
রাষ্ট্রীয় মালিকানাধীন তেলের বিপণন ও বিতরণ প্রতিষ্ঠানগুলো থেকে তেল চুরি বন্ধে নিরীক্ষা শুরু করেছে জ্বালানি মন্ত্রণালয়।
শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা জ্বালানি তেল স্থাপনা পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
নসরুল হামিদ বলেন, মেঘনা পেট্রোলিয়ামের মতো পদ্মা ও যমুনা ডিপোগুলো থেকে তেল চুরি বন্ধ করতে অডিট শুরু করা হয়েছে।
সভায় জ্বালানি মন্ত্রণালয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়ামের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতি তিন মাস অন্তর ডিপোগুলো নিরীক্ষণ করে বিপিসিকে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছেন।
নসরুল হামিদ বলেন, জ্বালানি তেলের ডিপোগুলোকে আধুনিক এবং এগুলোর বিপণন ব্যবস্থা অটোমেশন (স্বয়ংক্রিয়) করার চেষ্টা করছে সরকার। ডিপোগুলোতে ফায়ার সিস্টেম তৈরির কাজ চলছে। সিকিউরিটি সিস্টেমকে উন্নত করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, তেল স্থাপনাগুলো থেকে ভবিষ্যতে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি বিতরণের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এসব প্রকল্পে বিভিন্ন দেশ বিনিয়োগ করতে আগ্রহী হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তবে জ্বালানি তেলের মূল্য কমার পর মেঘনা ডিপোতে তেল চুরির ঘটনা ধরা পড়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আর দুর্নীতির সঙ্গে জড়িতদের এরই মধ্যে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া অন্য ডিপোগুলোতে অনিয়ম ঠেকাতে নিরীক্ষার কাজ শুরু করেছে বিপিসি। সম্প্রতি তেল ছুরি নিয়ে এনটিভিতে অনুসন্ধানমূলক খবর প্রচার করা হয়।