তেল বিক্রিতে আরামকো’র ২০২২ সালে আয় ১৬১ বিলিয়ন ডলার

ইবি ডেস্ক:
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী কোম্পানি আরামকো তেল বিক্রি করে ২০২২ সালে ১৬১ বিলিয়ন ডলার মুনাফা করেছে। শনিবার (১১ই মার্চ) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে কোম্পানিটি জানিয়েছে, ‘তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এটি এক বছরের মধ্যে তাদের সর্বোচ্চ মুনাফা।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে জ্বালানির মূল্য বাড়তে থাকার প্রেক্ষাপটে ওয়েল জায়ান্ট আরামকোর মুনাফা বাড়তে থাকে।
আরামকো জানিয়েছেন, তাদের উৎপাদনও বাড়ানো হবে। কারণ চীন করোনাভাইরাস বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়ায় তাদের কারখানাগুলো পুরোদমে চালু হবে। আর তাতে করে তেলের চাহিদা বাড়বে।
আরামকোর সিইও এবং প্রেসিডেন্ট আমিন এইচ নাসের বিবৃতিতে জানান, অদূর ভবিষ্যতে তেল ও গ্যাস অপরিহার্য পণ্য হিসেবেই টিকে থাকবে। ফলে জ্বালানির দাম বাড়তেই থাকবে। এই লাভের ৩৬ দশমিক ৭ বিলিয়ন ডলার নতুন অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে বলে তিনি জানান।
উৎপাদন বাড়ার কারণে আরামকো চলতি বছর মেগা প্রকল্পগুলোতে ৫৫ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করছে।
গত বছরের শেষ চার মাসে লাভ হওয়া ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলার, এ বছরের প্রথম চার মাসের জন্য দেওয়া হবে।
২০২১ সালে আরামকো ১১০ বিলিয়ন ডলার মুনাফা করে। এর আগের বছর ২০২০ সালে তাদের মুনাফার পরিমাণ ছিল ৪৯ বিলিয়ন ডলার। ওই বছর করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, যাতায়াত, বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। যার প্রভাবে তেলের চাহিদাও দাম কমে যায়।
এদিকে বর্তমানে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক অপরিশোধিত প্রতি ব্যারল তেল ৮২ ডলারে বিক্রি হচ্ছে। তবে গত বছরের জুনে তা ১২০ ডলার ছুঁয়েছিল।
২০২২ সালের মাঝের চার মাসে রেকর্ড ৪২ দশমিক ৪ বিলিয়ন ডলার মুনাফা করার কথা জানিয়েছিল আরামকো। ওই সময়ই বিশ্বব্যাপী তেলের দাম সবচেয়ে বেশি ছিল।
অনেকে তেলের উৎপাদন বাড়ার সমালোচনাও করেছে। জীবাস্ম জ্বালানি পোড়ানোর ফলে জলবায়ু পরিবর্তন বেগবান হচ্ছে। আবার জ্বালানি চাহিদা বাড়ার ফলে রিয়াদ ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টিও হয়েছে।
সূত্র: বিবিসি