তেল শোধনাগার রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি সরবরাহে আগ্রহী ইরান
বাংলাদেশের তেল শোধনাগার রক্ষনাবেক্ষণ, খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলন, বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি সরবরাহে আগ্রহ দেখিয়েছে ইরান। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস বায়ঝি (উৎ. অননধং ঠধবুর) সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তিনি এই আগ্রহের কথা জানান। এ সময় অন্যদের মধ্যে জ্বালানি সচিব আবুবকর সিদ্দিক ও ইরানের কাউন্সিলর বাহরাম সাইফজাদে উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের পারস্পারিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইরানের রয়েছে রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক। এ সম্পর্ক সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, সহযোগিতার আরো ক্ষেত্র খুঁজে বের করতে পারস্পারিক প্রতিনিধিদল বিনিময় করা প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, দুই মুসলিম দেশ পরস্পরকে সহযোগিতা করলে সবারই উপকার হবে। দ্রুত অর্থনৈতিক বিকাশ ঘটবে। পেট্রো-কেমিকেল ইন্ডাস্ট্রিজ স্থাপনে তিনি ইরানের সহযোগিতা চান এবং ইরানের তেল শোধনাগার রক্ষণাবেক্ষণের আগ্রহকে স্বাগত জানান। প্রতিমন্ত্রী বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্যাদি, তৈরি পোশাক, ঔষধ প্রভৃতি আমদানি করার জন্য ইরানকে আহ্বান জানান।