ত্রৈমাসিক পর্যালোচনা: জ্বালানি শক্তির সূচক
১. মৌলিক জ্বালানি: অপরিশোধিত জ্বালানি তেল আমদানি গত বছর আগস্ট থেকে সেপ্টেম্বরে কমেছে, পরে জুলাইতে এসে তা আবার বেড়ে গেছে। আগের বছরের একই প্রান্তিকের তূলনায় অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি আগস্ট মাসে ৫১ ভাগ কমেছে, সেপ্টেম্বরে ৯৪ ভাগ কমেছে, অক্টোবর-নভেম্বরে আরো কমে ৪৭ ভাগ হয়েছে। গত বছরের একই প্রান্তিকের মতো এ বছরও সমগ্র এই প্রান্তিকজুড়ে পেট্রলিয়ামজাত পণ্য আমদানি কমে আসার প্রবণতা দেখা যায়।
গ্যাস উৎপাদন সেপ্টেম্বর মাসে কমেছে। আবার অক্টোবরে বেড়েছে।একইভাবে কয়লা উৎপাদন সেপ্টেম্বর মাসে সামান্য কমেছে এবং অক্টোবরে আবার বেড়েছে।
২. বিদ্যুৎ: জ্বালানিনির্ভর
২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের মধ্য জানুয়ারি মাস পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত ক্ষমতার শতকরা হারে অবদান প্রায় আগের প্রান্তিকের মতই স্থিতিশীল ছিল।
আগের প্রান্তিকের তূলনায় ২০১৫ সালের নভেম্বর থেকে মধ্য জানুয়ারি মাস পর্যন্ত মালিকানাভিত্তিক উৎপাদন ক্ষমতার অবদান
*বাপাউবো-এরক্ষেত্রে ৩ ভাগ বেড়েছে;
* এপিএসসিএল-এরক্ষেত্রে ১ ভাগ কমেছে;
* ইজিসিবি এর ক্ষেত্রে ৩ থেকে ৫ ভাগ বেড়েছে;
* আইপিপিএস এর ক্ষেত্রে ২২ থেকে ২০ ভাগ কমেছে; এবং
* ৩/৫ বছর মেয়াদি আরএন্ডকিউআরপিএস এর ক্ষেত্রে অপরিবর্তিত আছে।
বিদ্যুৎ উৎপাদন
*২০১৪ সালের একই সময়ের তূলনায় এই প্রান্তিকে চালু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রক্ষণাবেক্ষণ সমস্যা ছাড়াও জ্বালানী ঘাটতি এবং কিউপিআরপি ও আরপিপিদের সাথে চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার দরুন উৎপাদন ব্যহত হয়েছে।
* সর্বোচ্চ চাহিদা ও সর্বোচ্চ উৎপাদন এই প্রান্তিকে আগাগোড়া একই রকম থাকে। তবে গতবছর একই সময়ে এর সবগুলো এক সমান ছিল না।
* সেপ্টেম্বর-নভেম্বর সময়ে সামান্য লোডশেডিং ছিল যা আগের বছরের একই সময়ের চিত্রের বিপরীত।
৩. নবায়নযোগ্য জ্বালানী
উৎস: ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)
২০১৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে মাসিক ভিত্তিতে বসতবাড়িতে সৌর বিদ্যুৎ যন্ত্র স্থাপনের সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় কমেছে, যেখানে ২০১৪ সালে আগস্ট মাসে যন্ত্র স্থাপন বেড়েছিল এবং সেপ্টেম্বর মাসে একটু কমেছিল।
২০১৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মাসিকভিত্তিতে জৈব গ্যাস প্ল্যান্ট স্থাপনের সংখ্যা বেড়েছে। একইভাবে, ২০১৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে আগস্ট মাসে প্ল্যান্ট স্থাপনের সংখ্যা বেড়েছিল।