দক্ষ মানবসম্পদ বড় চ্যালেঞ্জ : ড. আহম্মেদ কায়কাউস
বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ নিয়ে এনার্জি বাংলার সাথে কথা হয় এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ড. আহম্মেদ কায়কাউস এর সাথে। তারই অংশ বিশেষ তুলে ধরা হল।
বিদ্যুৎ উৎপাদনের উৎসব করছেন। এ নিয়ে কিছু বলুন।
-দেশের জ্বালানি চাহিদা পুরণে পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা অনুসারে কাজ করা হচ্ছে।বর্তমানে ১৫ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতা হয়েছে। ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে।
বিদ্যুৎ খাতে বিনিয়োগে কি ধরনের সমস্যা মোকাবেলা করছেন?
-বিনিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। অনেকগুলো দেশ বাংলাদেশে বিনিয়োগ করছে।বর্তমানে বাংলাদেশে জার্মানি, ফ্রান্স, জিআইজেড, মধ্যপ্রাচ্য, কুয়েতসহ বেশ কিছু দেশ বিনিয়োগ করছে। ভবিষ্যতের বিদ্যুতের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে হলে আমাদের আরো বিনিয়োগ প্রয়োজন হবে। এজন্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য ঠিক করা হয়েছে।
বিদ্যুতের মহাপরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি?
-সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানবসম্পদ। বিদ্যুৎখাতের এই বিপুল কাজের জন্য যেমন বড় বিনিয়োগ প্রয়োজন তেমনি প্রয়োজন দক্ষ জনবল। বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য অনেক দক্ষ জনবল দরকার হবে।
এই দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে সরকার কি কোনো উদ্যোগ নিয়েছে?
-সরকার দক্ষ জনবল তৈরির জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছে। এরমধ্যে দেশের ভেতরে যেমন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তেমনি বিদেশেও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এজন্য বিভিন্ন দেশের সঙ্গে চুক্তিও করেছে সরকার। বর্তমানে রাশিয়া ও ভারতে প্রশিক্ষণ নিচ্ছে অনেক শিক্ষার্থী।