দর বাড়াতে তেল উৎপাদন কমাচ্ছে ১১ দেশ
তেলের দাম বাড়াতে ওপেকের বাইরের দেশগুলোও চেষ্টা করছে। জানুয়ারি থেকে ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। গত আট বছরের মধ্যে এটা ওপেকের তেল উত্তোলন কমানোর প্রথম সিদ্ধান্ত।
ওপেক জোটের অন্তভুর্ক্ত নয়- এমন ১১টি দেশ তেলের উৎপাদন কমাতে রাজি হয়েছে।
শনিবার অস্ট্রিয়ার ভিয়েনায় এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ওপেকের বাইরের দেশ রাশিয়া, আজারবাইজান, ওমান, মেক্সিকো, মালয়েশিয়া, সুদান, দক্ষিণ সুদান, বাহরাইনের প্রতিনিধিও অংশ নেন। প্রতিদিন পাঁচ লাখ ৫৮ হাজার ব্যারেল তেল উত্তোলন কমাতে সম্মত হয়েছে রাশিয়া।
ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে আছে আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ইকুয়েডর, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।
চাহিদার চেয়ে উৎপাদন বেশি থাকায় গত দুই বছর তেলের দাম তুলনামূলক কম।