দাম বাড়িয়ে সমুদ্রের গ্যাস ব্লক ইজারার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক:
সমুদ্রের ৩টি গ্যাস ব্লক নতুন করে ইজারা দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আগের উৎপাদন অংশীদারী চুক্তি (পিএসসি) সংশোধন করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে।
দরপত্র আহ্বান করতে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দেয়া হচ্ছে। আগামী মে মাস নাগাদ এই দরপত্র আহ্বান করা হতে পারে।
পেট্রোবাংলা’র পরিচালক (পিএসসি) প্রকেীশলী মো. শাহীনুর ইসলাম এনার্জি বাংলাকে বলেন, সাগরের ১০, ১১ ও ১২ নম্বর ব্লকে অনুসন্ধানে ইজারার কাজ চলছে।
জ্বালানি বিভাগের জেষ্ঠ্য সচিব আনিছুর রহমান এনার্জি বাংলাকে বলেন, এবার উৎপাদন অংশীদারী চুক্তি আরও আকর্ষণীয় করা হচ্ছে। আগের মত বাজার পরিস্থিতি এখন আর নেই। সবকিছুর দাম বেড়েছে। আমরাও সাগরের গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছি। এতে বিদেশী বিনিয়োগকারীরা উৎসাহিত হবে। ছয়মাস আগেও পর্যালোচনা করা হয়েছে। করোনার কারণে যে দরপত্র আহ্বান প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল তা আবার শুরু করা হচ্ছে। তবে আগের পিএসিিস সংশোধন করে।
পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, পরামর্শক নিয়োগ, যাচাই বাছাই ইত্যাদি সবমিলে মে মাসের আগে দরপত্র আহ্বান সম্ভব নয়। সেক্ষেত্রে আগামী শীতে গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান শুরু করা সম্ভব।
২০১২ সালে প্রতিবেশি দেশ ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা মিমাংসার পর এখনও সমুদ্রে গ্যাস অনুসন্ধান শুরু করা যায়নি। সমুদ্রের অগভীর ও গভীর অংশে ২২টি গ্যাস ব্লক। পর্যায়ক্রমে সব ব্লকেই ইজারার জন্য দরপত্র আহ্বান করা হবে।
আন্তর্জাতিক বাজাওে তেল গ্যাসের দাম এখন বেশি। তাই এই সময়ে দরপত্র আহ্বান করতে পারলে বিদেশী বিনিয়োগকারী পাওয়া সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।