বিদ্যুৎ উত্পাদনে ঋণ দিতে যাচ্ছে এডিবি

বিদ্যুৎ উত্পাদনে ঋণ দিতে যাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) । মহেশখালিতে কয়লাভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে সেখানেই এডিবি’র ঋণ চাই বাংলাদেশ। আগামী সপ্তাহে এডিবি’র উচ্চপর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ সফরে আসতে পারে। সে সময় এনিয়ে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধির সাথে বৈঠক হবে বলে জানা গেছে।
সূত্র জানায়, ইতিমধ্যে এডিবি প্রধান কার্যালয় থেকে বাংলাদেশের সাথে এনিয়ে আলোচনা করার প্রস্তাব দেয়া হয়েছে। এই প্রস্তাবের ভিত্তিতে নতুন আলোচনার উদ্যোগ নেয়া হচ্ছে।
এডিবি বা বিশ্বব্যাংক বাংলাদেশে অন্যখাতে ঋণ দিলেও গত প্রায় ১০ বছরে বিদ্যুৎ উত্পাদনে কোন ঋণ দেয়নি। সুদেও হার কম এবং দীর্ঘ মেয়াদী হওয়ায় এই ঋণ নেয়ার অপেক্ষা করে সকল উন্নয়নশীল দেশ। কিন্তু সাথে থাকে বিভিন্ন শর্ত। সাধারণ জনগণের স্বার্থ বিরোধী হওয়ায় সরকার সে সব শর্ত অনেক সময় মেনে নিতে পারে না। আর শর্ত না মানার কারণে ঋণ নেয়াও সম্ভব হয় না।
গত সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকে এডিবি প্রতিনিধিদের কাছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্রে এলএনজি টার্মিনাল নির্মান, তেল গ্যাস অনুসন্ধানে ঋণ দেয়ার কথা জানানো হয়। এসময় এসব প্রকল্পের বিস্তারিত তাদের সামনে তুলে ধরা হয়। এসময় এডিবি সিঙ্গাপুর কার্যালয়ে বাংলাদেশ প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।
পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, এডিবি’র সাথে ফলপ্রসু আলোচনা করার চেষ্টা করছি। আশা করি এই ঋণ পাব। এটা পেলে চলমান উন্নয়ন আরো এগিয়ে নেয়া সহজ হবে।
২০০৭ সালে বিদ্যুৎ খাতে এডিবি ৪৬৫ মিলিয়ন ডলার ঋণ দেয়। বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা, বিদ্যুৎপরিবহন ও বিতরনের কাজে সে অর্থ খরচ করা হয়েছে। এডিবির সেই ঋণের শর্ত অনুযায়ী মোট অর্থের মধ্যে ৪০০ মিলিয়ন ব্যয় করা হয় বিদ্যুত্ কেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ সঞ্চালনে। বাকী ৬০ মিলিয়ন ব্যয় করা হয় বিদ্যুতের আর্থিক স্বচ্ছতা ও প্রশাসনিক উন্নয়নে। মোট ঋণের বাকি পাঁচ মিলিয়ন ব্যয় করা হয় এ খাতের লোক বলের প্রশিক্ষণ কাজে।
সিরাজগঞ্জ এবং খুলনায় প্রতিটি ১৫০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা ছিল। বাংলাদেশ বিদ্যুৎ উত্পাদন কোম্পানী (ইজিসিবি) প্রস্তাবিত দুটি বিদ্যুত্ কেন্দ্র করার কথা ছিল। এছাড়া তিনটি বিদ্যুৎ বিতরণ লাইন করার কথা ছিল। এডিবি নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৪০ মেগাওয়াাট উত্পাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রে ঋণ দিয়েছে।
২০২১ সালের মধ্যে সারাদেশে বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রার আওতায় বাংলাদেশের জন্য বিদ্যুৎ খাতে স্থায়ী উন্নয়ন কর্মসুচি হিসাবে এডিবির সে সময় ঋণ দেয়।