দুই কোম্পানি’র বিদ্যুৎ চুরি: ২৩ লাখ টাকা জরিমানা

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর (ডিপিডিসি) অভিযানে দুটি বড় ধরনের বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়েছে। সোমবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় হঠাৎ অভিযান চালিয়ে বিদ্যুৎ চুরি ধরা হয়। অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।  দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ডি,এম. প্লাস্টিক কারখানাতে আকষ্মিক অভিযান চালায় ডিপিডিসি। এসময় দেখা যায় সেখানে মিটার বাইপাস করে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। মিটারের আগের সার্ভিস তার কেটে তিন ফেজে বাইপাসের মাধ্যমে এই কারখানায় বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। একারণে ছয় মাসে ৬০ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি হয়েছে। এ কারখানার মালিক সালাউদ্দিন ড্যানী মাতব্বার। সালাউদ্দিন দীর্ঘদিন স্থানীয় প্রভাব খাটিয়ে বিদ্যুৎ চুরির কাজে জড়িত ছিল। এ কারখানায় ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে একই এলাকায় ‘মীনা প্লাস্টিক’ নামক আরও একটি কারখানায় অভিযান চালিয়ে মিটার টেম্পারিং করার ঘটনা উদঘাটন করা হয়। যেখানে প্রায় ৩০ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি করা হয়েছে। এ দুটি ঘটনায় ডিপিডিসি’র বিশেষ টাস্কফোর্স প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বিদ্যুৎ চুরির জন্য তিনগুণ হারে জরিমানা গুনতে হবে। জেলে যেতে হবে এবং ব্যবসা বন্ধ করে দেয়া হবে। মীনা প্লাস্টিককে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।