দুই হাজার শিল্পে নতুন গ্যাস সংযোগ দেয়ার সিদ্ধান্ত
অগ্রাধিকার ভিত্তিতে দুই হাজার শিল্পে নতুন গ্যাস সংযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব শিল্প প্রতিষ্টানের সার্বিক দিক পর্যালোচনা করে সংযোগ দেয়া হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম,
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জ্বালানি সচিব নাজিমউদ্দিন আহমেদ এবং বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস বৈঠকে উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সূত্র জানায়, দুই হাজার নতুন গ্যাস সংযোগের মধ্যে এক হাজার একশ দেয়া হবে তিতাস গ্যাস এলাকায়।
এর আগে পাঁচ বছর বিরতি দিয়ে গত বছর ২৫০ শিল্পে নতুন সংযোগ দেয়া হয়েছিল।
গত কয়েকবছরে আড়াই হাজারেরও বেশি শিল্প প্রতিষ্ঠান গ্যাস সংযোগের জন্য আবেদন করেছে।
৩৩০ কোটি ঘনফুট চাহিদার বিপরিতে ২৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। ঘাটতি মেটাতে এলএনজি আমদানি করা হচ্ছে।