দূর্নীতি প্রমাণিত হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: আরইবি

নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে দুর্নীতির কারণে সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। দুর্নীতি বন্ধে একযোগে কাজ করতে হবে। দুর্নীতি প্রমানিত হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে।
বুধবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরইবি) এর প্রধান কার্যালয়ে ঠিকাদারদের সঙ্গে মত বিনিময় করার সময় চেয়ারম্যান মেজন জেনারেল মঈন উদ্দিন ঠিকাদারদের উদ্দেশ্যে এ কথা বলেন। সভায় আরইবির সদস্য, প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও পরিচালকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান বলেন, ঠিকাদারদের অনৈতিক কর্মকাণ্ড এবং গাফিলতির কারণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এতে আরইবির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তিনি জানান, গত অর্থবছরে আরইবি ৩৭ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। এ অর্থবছরে ইতোমধ্যে ৩০ লাখের বেশি সংযোগ দেয়া  হয়েছে। কোন কোন মাসে ৫ লাখের বেশি গ্রাহককে সংযোগও দেয়া হয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ সংযোগ প্রত্যাশীদের কাছ থেকে কিছু ঠিকাদার ও তার লোকজন অবৈধভাবে অর্থ আদায় করছে বলে প্রায়ই অভিযোগ পাওয়া যাচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে তা প্রমাণিতও হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকান্ড মোটেই গ্রহণযোগ্য নয়।
জানা যায়, দালাল ও দুর্নীতিবাজদের দৌরাÍ বন্ধে সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় মাইকিং করাসহ পত্রিকা, পোষ্টার, লিফলেট, বেতার ও টেলিভিশনের মাধ্যমে বিশেষ প্রচারণা চালাচ্ছে।